ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইবিতে ছাত্রীকে মারধরের ঘটনায় মামলা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মে ১১, ২০১৫
ইবিতে ছাত্রীকে মারধরের ঘটনায় মামলা

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
 
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে ইবি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

অভিযুক্ত ছাত্র ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তন্ময় সাদ্দামকে মামলায় আসামি করা হয়েছে।  
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন মামলায় বাদী হয়েছেন। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী শফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
ওসি জানান, দুপুরে থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন ছাত্রীকে মারধরের বিষয়টি উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।  
 
অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানান ওসি।
 
এর আগে, রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পেছনে ওই ছাত্রীকে বেপরোয়াভাবে লাথি মেরে এবং গিটার দিয়ে পিটিয়ে আহত করে সাদ্দাম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।  

** ইবিতে ছাত্রীকে মারধর, জড়িত ছাত্রের শাস্তি দাবি
** ইবিতে ছাত্রীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ