ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাবির সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, মে ৫, ২০১৫
রাবির সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার ড. প্রদীপ কুমার পাণ্ডে

রাবি(রাজশাহী): ড. প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুরে বিভাগের সব শিক্ষকের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজ বিষয়ে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি বাংলাদেশ, ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহুদেশে আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

দুইটি গ্রন্থসহ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার বিশটিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, সেড, সিডিএমপিসহ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে গণমাধ্যম, সাংবাদিকতা, যোগাযোগ, তথ্য অধিকার আইন বিষয়ে গবেষক, পরামর্শক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি এ বিভাগের অ্যালামনাই অ্যাসিয়েশনের আহ্বায়ক, দৈনিক বার্তার বোর্ড অব ট্রাস্টিজের অনারারি সদস্য এবং একটি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ