ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, মে ৫, ২০১৫
ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ

ইবি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সেতু, বঙ্গবন্ধু হল যুগ্ম সম্পাদক জুয়েল রানা হালিম, হল শাখা সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি আরিফা সুলতানা, সাধারন সম্পাদক সাবিনা ইয়াসমিন ববি, যুগ্ম সম্পাদক আলপনা খাতুন, ছাত্রলীগ নেতা, পলাশ, আরাফাত, নোমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ