ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, মার্চ ১৫, ২০১৫
দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): দোসাইদ এ কে (অধন্য কুমার) স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নাচ, গান, অভিনয়সহ বেশ কিছু পর্বে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।



রোববার (১৫ মার্চ) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউপি সদস্য আব্দুল খালেক, সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডল, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।