ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, মার্চ ৩, ২০১৫
পবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) কৃষি পুলে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কৃষিবিদদের পদ হ্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (৩ মার্চ) কৃষি অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে দুপুরে ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন শিক্ষক ড. এএসএম ইকবাল হোসাইন, পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, কৃষি অনুষদের সাবেক ছাত্র সাজেদুর রহমান, বিপ্লব কুমার, বর্তমান ছাত্র তানভীর আহমেদ, মো. মাহবুবুর রহমান, মাহমুদুল হাসান সুমেল প্রমুখ।

বিএডিসিতে বিদ্যমান কোঠা ব্যবস্থায় কৃষি পুলে পরিচালক পদে সরাসরি ৭৫ ভাগ স্নাতক কৃষি এবং ২৫ ভাগ ডিপ্লোমা কৃষি থেকে নিয়োগ করা হতো।

সম্প্রতি ডিপ্লোমা (কৃষি) চাকরিজীবীদের রিটের পরিপ্রেক্ষিতে কৃষি পুলে সরাসরি নিয়োগে বিএসসি ডিগ্রীধারীর পদ সংখ্যা কমিয়ে ২৫ ভাগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।