ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

শিক্ষা

বিএএফ শাহীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, জানুয়ারি ১৮, ২০১৫
বিএএফ শাহীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএএফ শাহীন কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ সম্পন্ন হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) তেজগাঁও কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ঈশা খাঁ হাউজ ১৬৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং নজরুল হাউজ ১৬৫ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

প্রতিযোগিতায় শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শের-ই-বাংলা, নজরুল, তিতুমীর ও ঈশা খাঁ হাউজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।