ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

শিক্ষা

জাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, সেপ্টেম্বর ১৩, ২০১৪
জাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘৮ম আন্ত‍ঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে সরকার ও রাজনীতি বিভাগ।

রানারস আপ হয়েছে দর্শন বিভাগ এবং সেরা বির্তাকিক হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা মো. রিয়াজ হাসান।



শনিবার রাত ৭টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সরকার ও রাজনীতি বিভাগ ও দর্শন বিভাগের মধ্যে চ‍ূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক এ টি এম আতিকুর রহমান।

‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি দেবাংশু শুভর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম দিপু।

অধ্যাপক আবুল খায়ের বলেন, সংগঠনের বিভিন্ন সময় তাদের বিতর্কের মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনে। এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো যুক্তিবিদ ও বিতার্কিক হতে সহযোগিতা করবে।

‘যুক্তির দ্রোহে ভাঙ্গি সহস্রাব্দের শৃঙ্খল’  স্লোগানে তিন দিনব্যাপ‍ী আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।  

বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগ ও ইনস্টিটিউটের বিতর্ক দল সংসদীয়, বারোয়ারি ও আঞ্চলিক বিতর্কে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।