ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

শিক্ষা

নিজ কলেজে মাস্টার্স ভর্তিতে প্রাধান্য থাকছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, সেপ্টেম্বর ২, ২০১৪
নিজ কলেজে মাস্টার্স ভর্তিতে প্রাধান্য থাকছে

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) শিক্ষা কার্যক্রমে ভর্তিতে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, আবেদনকারী যে সব কলেজ থেকে স্নাতক সম্মান/মাস্টার্স প্রথমপর্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে ওই কলেজে আবেদন করে থাকলে ভর্তির জন্য মেধা তালিকায় প্রথম বিবেচিত হবেন।

তবে আসন শুন্য থাকা সাপেক্ষে অন্যান্য আবেদনকারীর ভর্তির আবেদন মেধার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২১ আগস্ট থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।