ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

শিক্ষা

শাবি’তে আপন ঠিকানা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুলাই ১৫, ২০১৪
শাবি’তে আপন ঠিকানা দাবি

শাবি: ক্যাম্পাসে আপন ঠিকানার দাবিতে আন্দোলন নেমেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা  পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।



এরফলে প্রশাসনিক ভবনে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিষ্ট্রারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ অবরুদ্ধ হয়ে পড়েন।   ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমের জন্য স্থায়ী স্থান বরাদ্দের দাবি জানানো হয়।

সোয়া ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া আগামী ১৫ দিনের মধ্যে স্থায়ী স্থান বরাদ্দের আশ্বস্থ করলে বাংলা বিভাগ তাদের কর্মসূচি স্থগিত করে। তবে এরমধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আবারো কর্মসূচি অব্যাহত রাখার কঠোর হুমকি দেয়া হয়।
 
সূত্র জানায়, ১৯৯২ সালে বিভিন্ন বিভাগে ঐচ্ছিক হিসেবে পড়ানোর জন্য বাংলা ভাষা কোর্স চালু হয়। পরবর্তীতে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ হিসেবে পূর্ণাঙ্গ রূপ নিলেও বাংলা বিভাগকে একাডেমিক কার্যক্রম চালানোর জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দ দেয়া হয়নি।

এতে করে বিভাগটি একাডেমিক ভবন ‘বি’এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ ও রসায়ন বিভাগের অতিরিক্ত ল্যাবের কয়েকটি রুমে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের স্পেস কমিটিকে একাধিকবার জানালেও কোন সাড়া পাওয়া যায়নি।
 
অপেক্ষাকৃত নতুন কয়েকটি বিভাগের স্থায়ী স্থান দিলেও বাংলা বিভাগের ব্যাপারে গড়িমসি করে প্রশাসন। ফলে মঙ্গলবার স্থায়ী স্থান বরাদ্দের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান ধর্মঘটে নামে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্যসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।

সোয়া ১২টার দিকে বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, ড. ফারজানা সিদ্দিকা রনিসহ বিভাগের শিক্ষকদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া আলোচনায় বসেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা,  জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।