ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুলাই ৭, ২০১৪
ইবির ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২৩ নভেম্বর থেকে শুরু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।