ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, জুলাই ১, ২০১৪
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

রাবি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ বাংলানিউজকে এ তথ্য জানান।



উপাচার্য বলেন, প্রাথমিকভাবে আমরা ২৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। তবে এই সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটি চূড়ান্ত করবে।

উপাচার্য আরো বলেন, খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষার আবেদনের যাবতীয় নিয়মাবলি ও সময়সূচি রুয়েটের www.ruet.ac.bd ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

রুয়েটে ১০টি বিভাগে মোট ৭২৫টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।