ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

শিক্ষা

বেরোবি'র রেজিস্ট্রার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, জুন ২৪, ২০১৪
বেরোবি'র রেজিস্ট্রার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রেজিস্ট্রার পদে এ টি এম এমদাদুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



এ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল হক, সেকশন অফিসার মো. সামসুল হক, মো. শামসুজ্জামান, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান উপাচার্য  অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন। তার নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

দাবি মানা না পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।