ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

শিক্ষা

ইবিতে খাবার দিতে দেরি হওয়ায় ছাত্রলীগের ভাঙচুর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুন ১৭, ২০১৪
ইবিতে খাবার দিতে দেরি হওয়ায় ছাত্রলীগের ভাঙচুর

ইবি: ইসলামী বিশ্বিবিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিব‍ুর রহমান হলের ডাইনিং থেকে কক্ষে খাবার পাঠাতে দেরি হওয়ায় ডাইনিংয়ে ভাঙচুর চালিয়েছে
ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের নেতাকর্মীরা এ ভাঙচুর চালায়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের অন্যান্য শিক্ষার্থীরা নিয়মিত ডাইনিংয়ে গিয়ে খেলেও ছাত্রলীগের ১০ নেতাকর্মীর কক্ষে প্রতিদিন খাবার দিয়ে আসতে হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুই কর্মচারী খাবার তাদের কক্ষে দিয়ে আসে।

৩টার দিকে খাবার দেরি করে দেওয়া হয়েছে এ অজুহাতে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবুর নেতৃত্বে ৭-৮ নেতাকর্মী ডাইনিংয়ে এসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা ‍ডাইনিং ম্যানেজার ফিরোজকে মারার জন্য খুঁজতে থাকে।

পালিয়ে থাকা অবস্থায় ডাইনিং ম্যানেজার ফিরোজ বাংলানিউজকে জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে খাবার দিয়ে আসতে হয়। কিন্তু তা‍রা ঠিকমতো মূল্য পরিশোধ করে না।

তিনি আরো জানান, এর আগেও এসব নেতাকর্মীর কাছে ছয় হাজার টাকা বাকি পড়েছিল। পরে প্রক্টর ও ছাত্রলীগ নেতাদের জানালে বিষয়টির মীমাংসা হয়।

এ বিষয়ে ইবির ভারপ্রাপ্ত প্রক্টর আলতাফ হোসেন জানান, ঘটনাটি তাকে জানানো হয়নি।

এ বিষয়ে কথা বলতে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।