ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

শিক্ষা

রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের পক্ষে-বিপক্ষে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জুন ৩, ২০১৪
রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের পক্ষে-বিপক্ষে মানববন্ধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি সরকারি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীর ব্যানারে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করা হয়।



মানববন্ধনে বক্তারা, দ্রুত প্রধানমন্ত্রী প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর দাবি জানান।

স্বার্থান্বেষী মহলের চাপে যদি এ দুই শিক্ষা প্রতিষ্ঠানের  কার্যক্রম স্থগিত করা হয় তবে কঠোর কর্মসূচির মাধ্যমে রাঙামাটি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
 
মানববন্ধনে জেলার সব ছাত্র সংগঠনের নেত‍াকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম সাইফুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. কামাল উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুজন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, হাসান মুরাদ, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান চৌধুরী সুজন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, সম-অধিকার ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আল-আমিন প্রমুখ।  

অপরদিকে, একই সময়ে রাঙামাটি সরকারি কলেজের সামনে কার্যক্রম ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন করে পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি কলেজ শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির দুর্গম এলাকায় শত শত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্কুল এখনো পর্যন্ত অবহেলিত এবং কলেজগুলো স্বয়ংসম্পূর্ণ নয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষক সংকট দূর না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, সদস্য মোনালিসা চাকমা, বর্তমান সভাপতি জ্যোতিস্মান চাকমা, জেলা সভাপতি বাচ্চু চাকমা, কলেজ সভাপতি রিন্টু চাকমা, হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমিতা চাকমা, শহর পিসিপির সাধারণ সম্পাদক পুলক চাকমা, কলেজ শাখার সহ-সম্পাদক সুবেশ চাকমা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।