ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাবিতে ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, মে ২৮, ২০১৪
ঢাবিতে ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩জন শিক্ষার্থী “জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড বৃত্তি-২০১৪” লাভ করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: মো: নূরুন্নবী, মো: শহীদুল ইসলাম  এবং তানিয়া ফেরদৌস।



বুধবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তি প্রদান করেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তৌফিকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন।

সম্মানিত অতিথি ছিলেন বিটিভি’র জেনারেল ম্যানেজার শফিউদ্দীন সিকদার। ট্রাস্ট ফান্ডের দাতা জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ এবং দাতা প্রতিনিধি বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।