ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শিক্ষা

মানারাতে উন্মুক্ত আলোকচিত্র সার্টিফিকেট কর্মশালা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, এপ্রিল ১৬, ২০১৪
মানারাতে উন্মুক্ত আলোকচিত্র সার্টিফিকেট কর্মশালা

ঢাকাঃ মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মিডিয়া ক্লাবের উদ্যোগে শনিবার দিনব্যাপী আলোকচিত্র কর্মশালা অনুষ্ঠিত হবে।

বার্তাসংস্থা রয়টার্সের চিত্রগ্রাহক রফিকুর রহমানের তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাবের উপদেষ্টা রফিকুজ্জামান রুমান বাংলানিউজকে জানান, সাংবাদিকতার শিক্ষার্থী ও শখের ফটোগ্রাফারদের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের জন্যও কর্মশালাটি উপকারী হবে।

কর্মশালাটি সকলের জন্য উন্মুক্ত বলে জানান তিনি।

এতে অংশগ্রহণ বা যে কোনো তথ্যের জন্য ০১৭১২৬৮৯১৫৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।