ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

দু’টি হোস্টেল উদ্বোধন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মার্চ ২৫, ২০১৪
দু’টি হোস্টেল উদ্বোধন বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বৃহস্পতিবার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজের দুইতলাবিশিষ্ট মহিলা হোস্টেল উদ্বোধন করবেন।

এছাড়া তিনি একই দিন গোপালগঞ্জ জেলার উত্তর ভেন্নাবাড়িতে ইউনাইটেড হাইস্কুলের বয়েজ হোস্টেল উদ্বোধন করবেন।



ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ প্রকল্পের অর্থায়নে এ শিক্ষা প্রতিষ্ঠান ২টি নির্মিত হয়েছে।

এরফলে এ দু‘টি কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা তাদের আবাসনের সুবিধা পাবে। কেননা অনেকেই প্রত্যন্ত এলাকা থেকে এসে শিক্ষা গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৪, 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।