ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাবিতে সোহরাওয়ার্দী স্মারকের পাঠ উন্মোচন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, মার্চ ৮, ২০১৪
রাবিতে সোহরাওয়ার্দী স্মারকের পাঠ উন্মোচন

রাবি: প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী  ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল একটি স্মারকপত্র প্রকাশ করেছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই স্মারকপত্রের পাঠ উন্মোচন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



এতে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হক ও হল প্রাধ্যক্ষ প্রফেসর মো. আসাবুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।