ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জুন ২৩, ২০২৫
চান্দগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন-মো. নুরুল ইসলাম (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. রুবেল মিয়া (৩২), মো. সাকিবুল ইসলাম (২৮), মো. আকতার (২৬), মো. রাশেদ (২৬) ও মো. আলী আজগর (৩৯)। তারা বিভিন্ন জেলার হলেও বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করেন।

ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮(ডি) ধারায় থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।