ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের ছাদ থেকে পড়ে পা হারালো কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, জুন ১৬, ২০২৫
ট্রেনের ছাদ থেকে পড়ে পা হারালো কিশোর ...

চট্টগ্রাম: চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক কিশোরের।  

সোমবার (১৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই কিশোরের পা।

 

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সে মাথায়ও আঘাত পেয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আহমদ হোসেন জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাওয়ার সময় ওই কিশোর ছিটকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় তার ডান পা কেটে যায়।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির এসআই আশরাফ সিদ্দিকী বলেন, ট্রেন থেকে পড়ে ওই কিশোরের পা কেটে যায়। তার নাম-পরিচয় জানা যায়নি।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।