ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাদা থেকে উদ্ধার করা সেই হাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, মার্চ ২৮, ২০২৫
কাদা থেকে উদ্ধার করা সেই হাতির মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ২২ দিন আগে কাদা থেকে উদ্ধার করা সেই মা হাতিটি মারা গেছে।  

শুক্রবার (২৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

 

প্রায় ৪০ বছর বয়সী মা হাতিটি অপুষ্টির কারণে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং তার বাম পা অবশ হয়ে গিয়েছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের বন্যপ্রাণী কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে হাতিটি মারা গেছে।

গত ৬ মার্চ উদ্ধারের পর থেকে হাতিটি স্যালাইন খাচ্ছিল এবং কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের একটি চিকিৎসা দলের অধীনে হাতিটির চিকিৎসা চলছিল। ইতোমধ্যে এটির শারীরিক সমস্যা সমাধানের জন্য অ্যান্টিবায়োটিকও দিয়েছিল চিকিৎসকরা।

এর আগে বন বিভাগ এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় হাতিটিকে উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।